শ্রীমঙ্গলে ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ২

September 2, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামিসহ ২জন গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার ২ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানার এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরী, এএসআই মো: নজরুর ইসলাম এর নেতৃত্বে শ্রীমঙ্গল শহর এলাকায় অভিযান চালিয়ে জিআর ৩০৯/১৯ (শ্রীমঙ্গল) এর ২ বছরের বিনাশ্রম কারাদন্ড, ১ হাজার টাকা অর্থদন্ড আনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামি শহরের ক্যাথলিক মিশন রোডের চুনু মিয়ার ছেলে তানভীর হোসেন ইসলাম ও সিআর-৩২৮/২৪ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উপজেলার সাইটুলা গ্রামের রহিম মিয়ার ছেলে সাকিব মিয়াকে গ্রেপ্তার করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com