অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতা আব্দুল মান্নান

September 2, 2025,

স্টাফ রিপোর্টার :  মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের দক্ষিণ বাড়ন্তি গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার ১ সেপ্টেম্বর মধ্যরাতে বকুল দেবনাথের ঘরে এই দুর্ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে, পুড়ে যায় আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, ও ঘরে রাখা প্রায় ৫ লক্ষাধিক টাকা।

মঙ্গলবার ২ সেপ্টেম্বর ২০২৫ইং, সকাল ১০টায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক জেলা আমীর, জননেতা মোঃ আব্দুল মান্নান।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার ও তাৎক্ষণিক কিছু আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করব। সেই সঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত সকল হৃদয়বান মানুষকে আহ্বান জানাই—এই পরিবারটির পাশে দাঁড়ান।”

এ সময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা শেখ আব্দুল হক, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি ইসমাইল আলী, কামালপুর ইউনিয়ন সভাপতি খালেদ সাইফুল্লাহ,এবং স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

সমবেদনা জানাতে আসা নেতারা বলেন, এই দুর্যোগে শুধু একটি পরিবার নয়, আমাদের প্রত্যেকের মানবিক দায়িত্ব রয়েছে তাদের পাশে দাঁড়ানোর।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনও সহায়তা না আসায় হতাশা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। তারা দ্রুত সরকারি সহায়তার দাবিও জানিয়েছেন।

মানবিকতার এই সময়ে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com