হাইল হাওরে পোনা মাছ অবমুক্তকরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের হাইল হাওরের ভাসান পানিতে রুই, কাতলা, মৃগেল প্রজাতির ৩৪ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। ৩ সেপ্টেম্বর দুপুরে হাওর রক্ষা আন্দোলন, মৌলভীবাজার এর উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করেন অতিরিক্ত জেলা প্রশাসক তানবীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক (মৎস্য) মোঃ শাহ নেওয়াজ সিরাজী, প্রকৌশলী মোঃ মোয়াজ্জেম হোসেন, পরিবেশ অন্দোলন নেতা আ.স.ম ছালেহ সোহেল, শাহীন ইকবাল, জেলা এনসিপি নেতা ফাহাদ আলম, হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব এম. খছরু চৌধুরী, নির্বাহী সদস্য আলমগীর হোসেন, খিজির মোহাম্মদ জুলফিকার প্রমুখ।
পোনা মাছ অবমুক্তকরণ পূর্বে স্থানীয় কৃষক-মৎসজীবিদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভায় বক্তারা বলেন, হাওরের মৎস ভান্ডার, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের প্রকৃত মালিক দেশের জনগণ। জনগণের সম্পদের সুসম বন্টনের দায়িত্ব পালন করে সরকার ও প্রশাসন। জনগণের সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, হাওরের জীববৈচিত্র্য, উদ্ভিদ ও পরিবেশ রক্ষায় জনগণকে সামাজিকভাবে সচেতন হয়ে নৈতিক দায়িত্ব পালনে ভূমিকা রাখতে হবে। হাওরের পোনা মাছ নিধন বন্ধ করতে হবে। হাওরের বিল-খাল-নদী দখল ও দূষণ মুক্ত করতে হবে। মনে রাখতে হবে, এ হাওরগুলো হচ্ছে প্রকৃতির কিডনী। হাওর ধ্বংস করা মানে প্রকৃতির কিডনী নষ্ট করা। পরিবেশের ভারসাম্য নষ্ট করা। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে ঘনঘন বন্যা, খরা সহ নানান ধরনের প্রাকৃতিক বিপর্যয় দেখা দেবে।
মন্তব্য করুন