মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার : ডাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর ও জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩ সেপ্টেম্বর বিকেল ৫টায় শহরের চৌমুহনা থেকে মিছিল শুরু হয়ে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মৌলভীবাজার শহর শাখার সেক্রেটারি কাজী দাইয়ান আহমদের পরিচালনায় ও শহর সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক শহর সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ ও জেলা সভাপতি ফরিদ উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, সাবেক শহর সভাপতি আব্দুল মুমিত, মো: জিল্লুর রহমান ও ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মহসিন আহমদ।
ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ বলেন, যাদের সাথে রাজপথে ছাত্রশিবিরের পিঠ রক্তে রক্তাক্ত হয়েছিলো। হামলা মামলার নজরানা পেশ করেছিলাম যেই রাজপথের বন্ধুপ্রতিম সংগঠন ছাত্রদল আজকে দেউলিয়া হয়ে গেছে। আজকে নিজেদের কোনো কার্যকম নেই, এজেন্ডা নেই, তাদের গঠনমূলক কোনো কার্যকম নেই। ওরা পরে আছে ছাত্রশিবিরের বিরুদ্ধে। তারা লাগাতার মিথ্যাচার করে যাচ্ছে। আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলতে চাই ছাত্রশিবিরের পিছনে লেগে সময় নষ্ট করবেন না। ফিরে আসুন, একটি নতুন বাংলাদেশ বিনির্মানে ফিরে আসুন। আমরা সবাই নতুন বাংলাদেশ গড়ে তুলি। যদি আপনারা সতর্ক না হন, যদি নারী হেনস্তার জায়গা থেকে ফিরে না আসেন, দেশের ছাত্রসমাজ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না।
মন্তব্য করুন