মাদক মুক্ত করতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরি করে টুর্নামেন্ট দিতে হবে-মৌলভীবাজারের জেলা প্রশাসক

September 4, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন বলেছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা চাইলে ইউনিয়নকে মাদক ও দুর্নীতিমুক্ত রাখতে পারেন। এজন্য জেলার সীমান্তবর্তী ইউনিয়ন চেয়ারম্যানদের সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মানবপাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গ্রাম আদালত বিষয়ক দিকনির্দেশনা মূলক বক্তব্যে তিনি আরও বলেন, গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ সৃষ্টি করতে হবে। মানুষ যাতে গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে, এজন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালানো জরুরি। প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ তৈরি করতে হবে। ওই সকল মাঠে বছরের বিভিন্ন টুর্নামেন্ট দিতে হবে। যাতে করে শিশু, কিশোর ও যুবকরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সময় দিতে পাড়ে। খেলাধুলার মাধ্যমে মাদক থেকে সরিয়ে আনা অনেকটাই সম্ভব। তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে গ্রাম আদালতে সঠিক বিচার পায়, তা নিশ্চিত করতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন হয় এজন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতে সঠিক বিচার না পেলে মানুষ আদালতের দ্বারস্থ হয়, যা মামলার সংখ্যা বাড়ায় এবং বিচার প্রক্রিয়াকে ব্যাহত করে। এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো ব্যাপক প্রচার-প্রচারণা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিরপেক্ষ ভূমিকা পালন।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোসা. শাহীনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ প্রশাসন) আসিফ মহিউদ্দীন পিপিএম। অনুষ্ঠানে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জেলা ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কার্যক্রম উপস্থাপন করেন।

এছাড়াও বক্তব্য রাখেন প্রকল্পের মূল্যায়ন কর্মকর্তা হোসাদাত হোসেন শাহাদাত, উপজেলা সমন্বয়কারী তাহমিনা পারভিন সহ অন্যান্যরা। এসময় জেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com