প্রবীণ আলেম মাওলানা আব্দুল বছির চৌধুরীর ই ন্তি কাল, জানাযায় শোকে আপ্লুত এলাকাবাসী

September 5, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের প্রখ্যাত আলেমে দ্বীন ও জামেয়া ইসলামিয়া রায়পুর মামরকপুর মাদরাসার প্রবীণ শিক্ষক মাওলানা আব্দুল বছির (চৌধুরী হুজুর) ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে তিনি সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।

একইদিন রাত ৯টায় জামেয়া ইসলামিয়া রায়পুর মামরকপুর সংলগ্ন মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তার বড় নাতি মাওলানা হাফিজুর রহমান জামিল (বড় মেয়ের সন্তান) ইমামতি করেন। জানাজায় বিপুলসংখ্যক আলেম, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মাওলানা আব্দুল বছির চৌধুরী মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের রায়পুর গ্রামের সন্তান। তিনি শৈশব থেকেই জামেয়া ইসলামিয়া রায়পুর মামরকপুরে পড়াশোনা করেন এবং মিশকাত জামাত পর্যন্ত সেখানেই অধ্যয়ন করেন। পরবর্তীতে ১৯৭৩ সালে সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া হুসাইনিয়া গহরপুর মাদরাসায় দাওরায়ে হাদীস অধ্যয়ন সম্পন্ন করেন। মায়ের অসুস্থতার কারণে সেই সময়ে প্রতিদিন দীর্ঘ পথ পায়ে হেঁটে বাড়ি থেকে গহরপুরে যাতায়াত করতেন।

দাওরায়ে হাদীস সমাপ্তির পর তিনি নিজ এলাকার জামেয়া ইসলামিয়া রায়পুর মামরকপুর মাদরাসায় শিক্ষকতা শুরু করেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি সেখানেই শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তিনি একমাত্র স্ত্রী, পাঁচ কন্যা, অসংখ্য ছাত্র-শাগরিদ ও ভক্ত-অনুরাগী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com