গাজায় মুসলিম নিধনের প্রতিবাদে মৌলভীবাজারে খেলাফত যুব মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : গাজায় মুসলিম নিধনের প্রতিবাদে মৌলভীবাজারে খেলাফত যুব মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
হয়েছে।
৫ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর শহরের পশ্চিম বাজার জামে মসজিদ চত্বরে ফিলিস্তিনের গাজায় মুসলিম নিধন ও অবৈধ দখলদারিত্বের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল এর
সভাপতিত্ব ও জেলা প্রশিক্ষন সম্পাদক মো: মুজাহিদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল।
বক্তারা বলেন, বিশ্ববাসীর চোখের সামনেই ইজরায়েল একের পর এক বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়ে শত শত নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষকে হত্যা করেছে দখলদার ইহুদিবাদী শক্তি। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা ও বিক্ষোভ এই সন্ত্রাসী রাষ্ট্রকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস এর মৌলভীবাজার জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, যুব মজলিস এর জেলা বায়তুল মাল সম্পাদক আতিক আল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান জাহিন, মজলিসে আমেলা সদস্য মো: নুরুল হুদা, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর জেলা সহ-সভাপতি, মাজহারুল ইসলাম শাফী প্রমুখ।
মন্তব্য করুন