মৌলভীবাজার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ৭ লক্ষ টাকা চুরি

September 6, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার মেসার্স আলহাজ্ব রকিব ষ্টোর নামক একটি দোকানের টিনের চাল কেটে চোরেরা ভিতর প্রবেশ কেরে নগদ ৭ লক্ষ টাকাসহ একটি মোবাইল ফোন নিয়ে যায়। শুক্রবার ৫ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২ ঘটিকায় শহরের কোট রোড এলাকায় এ ঘটনাটি ঘটে।

দোকানের মালিক মো: ইসমাইল হোসেন জানান, আমার নিজ মালিকানাধীন মেসার্স আলহাজ্ব রকিব ষ্টোর নামক দোকান ঘর রয়েছে।

শুক্রবার ৫ সেপ্টেম্বর দুপুরে আমি জুম্মার নামাজ পড়ার জন্য আমার দোকান ঘরের সাটার তালা মেরে মৌলভীবাজার জেলা জামে মসজিদে নামাজ পড়তে যাই। আমি নামাজ শেষ করে অনুমান ২ ঘটিকার সময় আমার দোকানে এসে সাটারের তালা খুলে দেখতে পাই যে, আমার দোকনে থাকা সিসি ক্যামেরার লাইন কাটা এবং ক্যাশের তালা ভাঙ্গা। তখন তাৎক্ষণিক আমি আমার দোকানের উপরে থাকিয়ে দেখতে পাাই যে, আমার দোকানের টিনের চালের পিছনের দিকে কিছু অংশ ভাংঙ্গা এবং দোকানের ভিতর থাকা সিসি ক্যামেরার মেশিনটা নাই। পরবর্তীতে দোকানের ক্যাশ খুলে দেখতে পাই যে, দোকানের ক্যাশের মধ্যে থাকা নগদ ৭ সাত লক্ষ টাকা এবং দোকানে থাকা একটি মোবাইল চোরেরা চুরি করে নিয়ে যায়। এব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

এব্যাপারে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো: মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে এ ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রে ফ তা র করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com