শাহবন্দর এলাকার ২০২৪-২৫ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও দীপ্ত পথ চলা বইয়ের মোরক উন্মোচন

স্টাফ রিপোর্টার : শাহবন্দর যুব সংস্থা কর্তৃক আয়োজিত শাহবন্দর এলাকার ২০২৪-২৫ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও দীপ্ত পথ চলা বইয়ের মোরক উন্মোচন।
৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ ঘটিকায় শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারে সংবর্ধনা ও বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি সুমেল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মবশ্বির আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা: ছাদিক আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর শাহ আব্দুল ওয়াদুদ, সাবেক অধ্যাপক মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, আব্দুল মতিন খাঁন, সাবেক প্রধান শিক্ষক শাহ হেলাল উচ্চ বিদ্যালয় হিলালপুর মৌলভীবাজার।
বক্তব্য রাখেন, শাহবন্দর যুব সংস্থার প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী, উপ-প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, পৃষ্ঠপোষক সদস্য রুহেল আহমদ, এস আর মসুদ, এডভোকেট মো: আব্দুল মান্নান চৌধুরী রায়হান, আব্দুল কাইয়ুম, ফরিদুল ইসলাম ফরাজ, এসময় প্রায় ৫৩ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও শাযুসের আজীবন সদস্য সাদিক আহমদকে বি এন এসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সম্মাননা প্রদান করা হয়, শাযুসের উপ-প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনকে মৌলভীবাজার মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহবায়ক নির্বাচিত হওয়ায় সম্মাননা দেওয়া হয়, এবং শাযুস কার্যকরী পরিষদের ফরিদুল ইসলাম ফরাজ, আহমেদ দানিয়াল সাদিক, ফাহিম আহমদ, গ্রাজুয়েশন কমপ্লিট করায় তাদেরকে সম্মাননা প্রদান করা হয়। এবং পরবর্তীতে শাযুসের দাতা সদস্য ইউকে প্রবাসী নবাব উদ্দিনের লেখা বই দীপ্ত পথ চলা সবার হাতে তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন