পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 6, 2025,

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, কর্ম ও শিক্ষা বিষয়ের উপর প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, আলোচনা সভা, মিলাদ শরিফ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মোহাম্মদ ইসরাইল আলহাজ্ব মোহাম্মদ আমীর উচ্চ বিদ্যালয়।

৬ সেপ্টেম্বর শনিবার মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন এলাকায় অবস্তিত মোহাম্মদ ইসরাইল আলহাজ্ব মোহাম্মদ আমীর উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্তিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা ইয়াসমিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনুর রশিদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মইনুল ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীগন।

শুরুতেই হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, কর্ম ও শিক্ষা বিষয়ের উপর প্রতিযোগিতার ও আলোচনা সভা হয়। প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে যে সকল শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহন করেছিল তাদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পরে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com