ঢাকা ব্যাংকে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে মতবিনিময়

September 8, 2025,

স্টাফ রিপোর্টার : ঢাকা ব্যাংক পিএলসি মৌলভীবাজার শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে গ্রাহকদের সাথে মতবিনিময়।

৭ সেপ্টেম্বর রবিবার বিকেল ৫ ঘটিকায় ঢাকা ব্যাংক মৌলবীবাজার শাখায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আয়োজিত এ কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল তারুণ্যে আর্থিক স্বাক্ষরতা নিশ্চিত করা। ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কার্যক্রম চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। তারুণ্যের উৎসব উপলক্ষে সহজ পদ্ধতিতে তরুণ নতুন উদ্যেক্তাকে কম সুদে ঋণ দেয়ার সুবিদা থাকবে।

অনুষ্ঠানে ঢাকা ব্যাংক শাখা প্রধান মুর্শেদ আলম তার বক্তব্যে আর্থিক স্বাক্ষরতার গুরুত্ব তুলে ধরে বলেন, তথ্য প্রযুক্তির এই সময়ে সবাইকে প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে আর্থিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাহক ও নতুন উদ্যোক্তাগণ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com