মৌলভীবাজারে ৫ ডায়গনস্টিক সেন্টার ও ক্লিনিকে জরিমানা ৮৩ হাজার টাকা

September 9, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে। এতে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে শাহজালাল প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ১৫ হাজার টাকা, গ্রীন লাইফ প্রাইভেট হাসপাতালে লাইসেন্স ও ওয়েটিং রুম না থাকায় ২০ হাজার টাকা, সিটি ডায়াগনস্টিক সেন্টারের নোংরা পরিবেশের কারণে ৩০ হাজার টাকা, হেলথ এইড হাসপাতালের ফার্মেসী জেরিন ড্রাগ হাউজ-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৮ হাজার টাকা এবং লাইফ লাইন হাসপাতালের ফার্মেসী লাইফ লাইন মেডিসিন কর্নার-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা শাখার সহকারী পরিচালক মোঃ আল আমিন। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, সদর মডেল থানা পুলিশের একটি টিম এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com