স্থানীয় সরকার অধ্যাদেশ বাতিল করে বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান সহ বিভিন্ন দাবিতে সংগ্রাম পরিষদের সমাবেশ

স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার অধ্যাদেশ বাতিল করে বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান সহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারে সংগ্রাম পরিষদের সমাবেশ অনুষ্ঠিত।
২৭ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টায় মৌলভীবাজার চৌমুহনা পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ীদের সুবিধা দিতে ও ৬০ লক্ষ ব্যাটারিচালিত যানবাহন চালকদের সিন্ডিকেটের হাতে জিম্মি করতে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন এর অধ্যাদেশ নং ৪৫/২০২৫ অবিলম্বে বাতিল করা। একটি অভিন্ন ও সমন্বিত নীতিমালা চূড়ান্ত করে বিআরটিএ -এর অধীনে ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স, রুট পারমিট, প্রশিক্ষণ প্রদান করা সহ সংগ্রাম পরিষদ ঘোষিত ৮ দফা দাবি আদায়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা সভাপতি মো: জমসেদ ভূইয়া এবং সঞ্চালনা করেন জেলা সংগঠক রাজিব সূত্রধর। বক্তব্য রাখেন জেলা শাখার প্রধান সংগঠক অ্যাডভোকেট আবুল হাসান, সদর উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক সেতু কর, অর্থ সম্পাদক শেখ লিংকন আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন