শেরপুর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

September 27, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার শ্রীহট্ট ইকোনমিক জোন এলাকায় অবস্থিত শেরপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বিকেলে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের মাধ্যমে ১৫ সদস্যের এ নতুন কমিটি গঠন করা হয়।

নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করেন স্থানীয় ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, শেরপুর আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিহাবুর রহমান, গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম চৌধুরী, লেখক-কবি ইয়াসিন সেলিম ও সমাজসেবক মাজহারুল ইসলাম রকি।

কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন- প্রতিদিনের কাগজের প্রতিনিধি আব্দুস সামাদ আজাদ। সহ-সভাপতি পদে সিলেটের ডাকের কাঞ্চন ভৌমিক ও নাগরিক ভাবনার শেখ সাহেদ আহমেদ নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন মৌমাছি কণ্ঠের আমিরুল ইসলাম সাহেদ এবং যুগ্ম সম্পাদক হয়েছেন জিবি নিউজ২৪-এর মোফাদ আহমদ মুরাদ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফাহাদ আহমদ (আলোকিত সকাল), সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন (টি নিউজ), দপ্তর সম্পাদক হাফিজ জুবায়ের আহমেদ (সংলাপ বার্তা), অর্থ সম্পাদক রিপন মিয়া (বাংলাদেশ সমাচার), সদস্য হিসেবে যুক্ত হয়েছেন এহিয়া আহমেদ (প্রতিদিনের কাগজ) ও মো: শাহাব উদ্দিন (ক্রিয়েটিভ নিউজ ২৪)।

সন্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: শিহাবুর রহমান। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বায়েজিদ হোসেন, মাজহারুল ইসলাম রকি ও আব্দুল আলীম।

উল্লেখ্য, সিলেট বিভাগের চার জেলার সংযোগস্থল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় শেরপুর প্রেসক্লাব। প্রতিষ্ঠালগ্ন থেকে এটি চার জেলার সাংবাদিকদের একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা হিসেবে কাজ করে আসছে।

শেরপুর প্রেসক্লাব সাংবাদিকতার মানোন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা ও গণমাধ্যমের মর্যাদা রক্ষায় ইতোমধ্যেই সুনাম কুড়িয়েছে। নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মাধ্যমে এ ধারা আরও সমুন্নত হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com