রাজনগরে পিআর সহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল

আউয়াল কালাম বেগ : রাজনগরে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যােগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর রোববার দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে মুক্তিযোদ্ধের স্মৃতিস্তম্ভে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিলের সমাপ্ত ঘোষণা করা হয়। সমাবেশ সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর আবু রাইয়ান শাহীন। উপজেলা সেক্রেটারী মিছবাহুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট মহানগরের আমীর ফখরুল ইসলাম কেন্দ্যীয় মজলিশে সুরার সদস্য ও মৌলভীবাজার-৩ সংসদীয় আসনের দলীয় প্রার্থী আব্দুল মান্নান, জেলা আমির ইঞ্জিনিয়ার সাহেদ আলী ও জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হক প্রমুখ।
সমাবেশে সিলেট মহানগরের আমীর ফখরুল ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে অবিলম্বে ৫ দফা দাবি মেনে নিতে হবে। তিনি বলেন জুলাই জাতীয় সনদের আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন আয়োজন করতে হবে উভয় কক্ষে পিআর পদ্ধতি সহ সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং জাতীয় পার্টিসহ ১৪দলের কার্যক্রম নিষিদ্ধ করে বিগত সরকারের সকল জুলুম নির্যাতন, গনহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করতে হবে।
জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার সাহেদ আলী বলেন, বাংলাদেশর ৭১% মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চায় কিন্তুু সরকার একটা দলের লেজুড়বৃত্তি করে কিছু মানুষের কথায় গণমানুষের দাবি কৃত পিআর পদ্ধতি ভুলতে বসেছে। জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আপনারা পিছপা হবেন না।
এসময় বক্তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন।
মন্তব্য করুন