মৌলভীবাজারে মহা ষষ্ঠীপূজার মধ্যদিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দূর্গা পূজা

September 28, 2025,

স্টাফ রিপোর্টার : ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২৮ সেপ্টেম্বর রোববার শুরু হয়েছে। এবার দেবী দুর্গা আসছেন গজে (হাতি) করে। বিদায় নেবেন দোলায় (পালকি)।

পুরাণে আছে, অসুরশক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। অসুরশক্তির বিনাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুরবিনাশী দেবী দুর্গা।

মৌলভীবাজার জেলার বিভিন্ন মন্ডপে চলছে দেবী দূর্গার পূজা। জেলায় এবছর মোট ১০১০টি পূজামন্ডপে পূজা  অনুষ্ঠিত হচ্ছে।

সকাল থেকেই মৌলভীবাজারের বিভিন্ন মন্ডপ গুলো উলুধ্বনি, শঙ্খ ও চন্ডি-পাঠে মুখরিত হয়ে ওঠেছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত পূজায় বিভিন্ন এলাকা থেকে পূর্ণার্থীরা পূজা করতে আসছেন দৃষ্টি নন্দন মন্ডপ গুলোতে।

মৌলভীবাজার শহরের মহেশ্বরী, ত্রিনয়নী শিববাড়ী ও আবাহন মন্ডপে ব্যাতিক্রমী পূজার আয়োজন করেছে। দূর্গাপূজা সুষ্টু ও শান্তিপুর্নভাবে পালনের লক্ষ্যে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com