শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি নাসের রহমান

October 2, 2025,

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এবং তাঁর সহধর্মিণী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি রেজিনা নাসের।

পরিদর্শনকালে তারা পূজায় আগত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

এম নাসের রহমান বলেন, সামাজিক সম্প্রীতির জায়গায় আমাদের সবাইকে এক হয়ে দাঁড়াতে হবে। মৌলভীবাজার এমন একটি জেলা যেখানে কখনো সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি হয়নি, ভবিষ্যতেও হবে না—এই অঙ্গীকার সবাইকে মিলেই রক্ষা করতে হবে। রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার সিঁড়ি নয়; মানুষের দুঃখ-সুখের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবার নাম। আপনারা যে ভালোবাসা ও আন্তরিকতায় আমাদের বরণ করে নিয়েছেন, তা আমাকে সত্যিই অভিভূত করেছে।”পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর উদ্দেশে তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র  সবার — রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তবে সামাজিক সম্প্রীতির জায়গায় আমাদের সবাইকে এক হয়ে দাঁড়াতে হবে। মৌলভীবাজার এমন একটি জেলা যেখানে কখনো সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি হয়নি, ভবিষ্যতেও হবে না, এই অঙ্গীকার সবাইকে মিলেই রক্ষা করতে হবে।

পরিদর্শনকালে তিনি পূজায় আগত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রত্যেকের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। তিনি বলেন, মৌলভীবাজার বহু ধর্ম ও সংস্কৃতির সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ। এই সহাবস্থান ও ভ্রাতৃত্বের বন্ধন আমাদের আরও শক্তিশালী করতে হবে।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন, সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com