দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে রেজিনা নাসের

October 2, 2025,

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমানের সহধর্মিণী এবং মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজিনা নাসের।

বুধবার ১ অক্টোবর রাতে পূজামণ্ডপগুলোতে গিয়ে তিনি উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খোঁজখবর নেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এসময় জেলা মহিলা দলের নেত্রী শ্যামলী সূত্রধর, ডা: পরিতোষ দাশ গুপ্তসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও তার সঙ্গে ছিলেন।

পূজার শুভেচ্ছা জানিয়ে রেজিনা নাসের বলেন, মৌলভীবাজারে হিন্দু-মুসলমান সবাই ভাই ভাই। আমরা একসঙ্গে থাকি, এক পাড়ায় থাকি, একই পাতে খাই—এখানে কোনো বিভেদ চাই না। আপনারা ভাববেন না, আমরা সবসময় আপনাদের পাশে আছি।

তিনি আরও বলেন, ধানের শীষের প্রার্থী হিসেবে নাসের রহমান এমপি নির্বাচিত হয়ে আপনাদের জন্য কাজ করেছেন। এম সাইফুর রহমান ও নাসের রহমান এ অঞ্চলে রাস্তা-ঘাটসহ বহু উন্নয়ন করেছেন। আগামীতেও আপনারা আমাদের পাশে থাকবেন, এই আশা করি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com