ইসলামী যুব মজলিস কুলাউড়া উপজেলা পুনর্গঠন সম্পন্ন-তারিফ সভাপতি ও সেক্রেটারি মিরাজ

October 4, 2025,

এহসান বিন মুজাহির : ইসলামী যুব মজলিস কুলাউড়া উপজেলা শাখা পুনর্গঠন উপলক্ষে শুক্রবার ৩ অক্টোবর বাদ মাগরিব কুলাউড়া মজলিস কার্যালয়ে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা গঠন কার্যক্রম পরিচালনা করেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মো: এহসানুল হক।

কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য নাজিম উদ্দিন তারিফকে সভাপতি ও সৈয়দ তাহমিদ হুসেন মিরাজকে সাধারণ সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট কুলাউড়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান সংগঠনের জেলা সভাপতি মো: এহসানুল হক।

কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হন আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক-এস এম সাহেল, প্রশিক্ষণ সম্পাদক-জুয়েল আহমদ, অর্থ সম্পাদক-তাওহিদুল ইসলাম, প্রচার সম্পাদক-তাহমিদুল ইসলাম,  প্রকাশনা সম্পাদক-সাকিব আহমদ, অফিস সম্পাদক-শিপার আহমদ, সদস্য- সাফওয়ান আহমদ, মাজহারুল ইসলাম।

সমাপনী অধিবেশনে নাজিম উদ্দীন তারিফের সভাপতিত্বে ও সৈয়দ তাহমিদ হুসেন মিরাজের সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মো: এহসানুল হক।

কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ-সভাপতি হাফিজ জয়নাল আবেদীন,  কুলাউড়া উপজেলা সভাপতি আখম শাহীন চৌধুরী  ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক সৈয়দ আতহার জাকওয়ান,  সহ-সভাপতি এম খসরু, সহ-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, মুহাম্মদ সিহাব উদ্দিন, প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন,  কুলাউড়া পৌর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম সবুজ।

কাউন্সিলে মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com