মুরইছড়া খাসিয়া পুঞ্জিতে পান গাছ কর্তন, গ্রে/প্তা/র ২

October 4, 2025,

মাহফুজ শাকিল : কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীদের বসবাসরত মুরইছড়া পুঞ্জিতে জুমের শতাধিক পান গাছ কেটে ফেলার অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গনকিয়া গ্রামের মৃত সিদ্দেক মিয়ার ছেলে উসমান আলী ও মবশ্বির মিয়া মবইকে গ্রেপ্তার করে ৪ অক্টোবর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। মামলার অন্য আসামীরা হলেন, কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলী গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সাইফুর মিয়া, পৃথিমপাশা ইউনিয়নের গনকিয়া গ্রামের মৌলা মিয়ার ছেলে সেলিম মিয়া।

মঙ্গলবার দিবাগত রাতে মুরইছড়া খাসিয়া পুঞ্জির বাসিন্দা সিমন খংলার পান জুমে এ ঘটনা ঘটে। এদিকে মুরইছড়া খাসিয়া পুঞ্জিতে পান গাছ কর্তনের ঘটনার পর গত বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম, কুলাউড়া থানা পুলিশসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা যায়, মুরইছড়া খাসিয়া পুঞ্জির বাসিন্দা সিমন খংলার ৩০ বছরের রোপনকৃত পানজুমে মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর রাতে প্রবেশ করে প্রায় শতাধিক পান গাছ কর্তন করে চুরি করে নিয়ে যায় অভিযুক্ত উসমান মিয়া, মবশ্বির মিয়া, সাইফুর মিয়া, সেলিম মিয়াসহ একটি সংঘবদ্ধ চক্র। এসময় তারা পানজুমের বিভিন্ন ফল ফলাদিও চুরি করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পান জুমের মালিক সিমন খংলার ছেলে ডিফেন্স বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।

মুরইছড়া খাসিয়া পুঞ্জির মন্ত্রী ও আদিবাসী নেত্রী ফ্লোরা বাবলী তালাং বলেন, খাসিয়া পুঞ্জিতে পান চাষ করে আমরা জীবিকা নির্বাহ করি। বিভিন্ন সময়ে খাসিয়াদের পানজুমে বহিরাগতরা হামলা চালিয়ে পান গাছ কেটে পান লুট করে নিয়ে যায়। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় খাসিয়ারা। তিনি বলেন, মুরইছড়া পুঞ্জির বাসিন্দা সিমন খংলার পানজুমে সন্ত্রাসীরা প্রবেশ করে পান জুমে তান্ডব চালিয়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি করেছে। বর্তমানে পুঞ্জির বাসিন্দারা পান গাছ কর্তনের আতঙ্কে আছে। এমন ঘটনায় আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পুলিশ পরিদর্শক মোস্তফিজুর রহমান বলেন, সরেজমিনে মুরইছড়া খাসিয়া পুুঞ্জিতে গিয়ে পানজুম থেকে পান গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক বলেন, খাসিয়া পুঞ্জিতে পানজুমের গাছ কর্তনের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com