মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের তালা ভেঙে চুরি
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের প্রধান ফটকের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার ৬নভেম্বর দিবাগত রাতে মৌলভীবাজার কলেজ ষ্টেডিয়ামের (২য় তলায়) অফিসের প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিভিন্ন নথিপত্র রাখা ১টি কম্পিউটার ও ১টি আলমারীর তালা ভেঙে ফেলে দুর্বৃত্তরা।
জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ জানান, প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছে চোর। তার পরও অফিস কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ নথি পত্র ও আলমিরার কাগজপত্র তছনছ করে।
তবে কি কি চুরি হয়েছে এটার বিষয়ে আগেই কিছু বলা যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তিনি আরো বলেন, চোরেরা অফিসের ভিতরে থাকা ১টি আলমারির তালা ভেঙে ফেলে জামা থাকা সরকারী মালামাল নিয়েছে। কোন নথিপত্র নিয়েছে কিনা সেটা এখনো জানা যায়নি।
মৌলভীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, জেলা ক্রীড়া অফিসে চুরির এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা প্রস্তুতি চলছে।



মন্তব্য করুন