সিলেট বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত ডিআইজির সাথে মানবাধিকার সাংবাদিক সোসাইটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

November 7, 2025,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির নবনির্বাচিত সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী এবং সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার  ৫ নভেম্বর বিকাল ৩ ঘটিকায় বিভাগীয় কমিশনার ও বিকাল ৪ ঘটিকায় ডিআইজি  কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান এম এম ত্বোহার সার্বিক সহযোগিতা, সুপরামর্শ ও দিকনির্দেশনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আশাহীদ আলী আশা, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম মাসুকসহ সভাপতি আলেক আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ  ছাদ উদ্দিন,  মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বকুল ও নির্বাহী সদস্য আব্দুল মমিন নোমান।

সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে মানবাধিকার সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব ও নবজাগরণ পত্রিকার সম্পাদক  মো. আবু তাহের পাটোয়ারীর স্বাক্ষরিত অবহিতকরণ ও সার্বিক সহযোগিতা প্রদানের প্রাসঙ্গিক চিঠি  বিভাগীয় কমিশনার মহোদয় ও অতিরিক্ত  ডিআইজি (সিলেট) মহোদয় এর  নিকট হস্তান্তর করা হয়।

বিভাগীয় কমিশনার মহোদয় আন্তরিকতার সঙ্গে চিঠিটি গ্রহণ করে সংগঠনের প্রতি সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। একইভাবে অতিরিক্ত ডিআইজি মহোদয়ও সংগঠনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com