দাবী না মানায় মৌলভীবাজারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৪ ঘন্টা কর্মবিরতি পালন

December 3, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দাবী না মানায় ২য় দিনের মতো ৪ ঘন্টা কর্মবিরতি পালন করা হয়। এর আগে একই দাবীতে ৩০ নভেম্বর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১১ম গ্রেড থেকে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত কর্ম বিরতি পালন করে।

তাদের এক দফা দাবী না মানায় বুধবার ৩ ডিসেম্বর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজনে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মুখে তারা অবস্থান নেন।

এ সময় আন্দোলনকারীর মধ্যে বক্তব্য রাখেন নন্দ কিশোর, মো: রফিকুল ইসলাম, বীরেন্দ্র চন্দ্র, জুয়েল রানা, সুরজিৎ সিনহা সহ অন্যন্যরা।

বক্তারা বলেন তাদের যৌক্তিক দাবী না মানলে আগামীকাল বৃহস্পতিবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন। কর্ম বিরতি পালনকালে হাসপাতালে আসা রোগীরা সেবা না পেয়ে পড়েন ভোগান্তিতে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com