শ্রীমঙ্গলে মুক্তিযুদ্ধের অমর স্মৃতি বধ্যভুমি ৭১
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে অবস্থিত বধ্যভুমি-৭১ মহান মুক্তিযুদ্ধের নৃশংস স্মৃতি বহন করে আজও দাঁড়িয়ে আছে। স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী হাজারো শহীদের ত্যাগের সাক্ষ্য হিসেবে এই স্থান নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে অনুপ্রাণিত করে, শেখায় মানবতার মূল্য।
১৯৭১ সালের ভয়াল দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা গ্রাম-গঞ্জজুড়ে চালায় নির্বিচারে হত্যাযজ্ঞ। নিরপরাধ নারীপুরুষ, শিশু, বয়োজ্যেষ্ঠ কাউকেই রক্ষা করতে পারেনি হানাদারদের নিষ্ঠুরতা। অসংখ্য পরিবার তাদের স্বজনদের হারিয়েছে; অনেকের মৃতদেহও আর খুঁজে পাওয়া যায়নি।
শ্রীমঙ্গলে বধ্যভুমি ৭১ সে সময়ের সেই গণহত্যার অমর সাক্ষী, যেখানে এখনও সংরক্ষিত আছে নির্মমতার চিহ্ন। শুধু একটি ভৌগোলিক স্থান নয়, বধ্যভূমি-৭১ স্বাধীনতাকামী মানুষের সংগ্রাম, সাহস ও আত্মত্যাগের প্রতীক। এখানে মুক্তিযুদ্ধকালীন নির্মিত স্মৃতিস্তম্ভ ও শহীদ কবরগুলো অতীতের নিষ্ঠুরতা স্মরণ করিয়ে দেয় এবং বাঙালী জাতিকে শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে রাখে।
বর্তমানে এটি শিক্ষার্থী, গবেষক, ইতিহাস-বিষয়ক আগ্রহী মানুষ ও পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিনই এখানে মানুষ আসে ইতিহাস জানতে, স্বাধীনতার মূল্য অনুভব করতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। বিদেশি পর্যটকদের কাছেও এটি মুক্তিযুদ্ধের সত্য কাহিনি জানার এক অনন্য স্থান হিসেবে পরিচিতি পেয়েছে।
শ্রীমঙ্গল বধ্যভুমি ৭১ আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কোনো সহজ অর্জন নয়; এটি এসেছে বীর মুক্তিযোদ্ধা ও নিরীহ মানুষের তাজা রক্ত ও আত্নত্যাগের বিনিময়ে। ইতিহাসের এই স্থান ভবিষ্যৎ প্রজন্মকে শেখায় দেশপ্রেম, মানবিকতা ও শান্তির মূল্য। প্রতিটি কবর, প্রতিটি স্মৃতিচিহ্ন মহান মুক্তিযুদ্ধের অমর গাথা যেন আজও জীবন্ত করে তুলে ধরে।
অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা শ্রীমঙ্গল বধ্যভুমি-৭১ আমাদের জাতীয় চেতনার এক অবিনশ্বর স্মারক যা প্রজন্মের পর প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত মর্ম উপলব্ধি করিয়ে যাবে।



মন্তব্য করুন