মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
মাহফুজ শাকিল : মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয কর্তৃক স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরী (ম্যান্ডেলার) মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কুলাউড়া উপজেলার জন সাধারণের উদ্দেশে এক বিবৃতিতে তিনি বলেন, তাঁর মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে প্রতিপক্ষ একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর ও গুজবমূলক তথ্য ছড়িয়ে যাচ্ছে।
বিবৃতিতে তিনি স্পষ্ট করেন, মনোনয়নপত্র সংক্রান্ত যে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল, তা নিয়ম অনুযায়ী সংশোধনের প্রক্রিয়ায় রয়েছে। এ বিষয়ে কেউ অতি উৎসাহী বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
তিনি কুলাউড়াবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দয়া করে কেউ কোনো ধরনের গুজবে কান দেবেন না। সবাই শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য ধারণ করুন। আপিলের মাধ্যমে তার মনোনয়নপত্র ফিরে পাবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। সর্বপরী তিনি সকলের সহযোগিতা ও সচেতনতা অব্যাহত রাখার আবেদন জানান।



মন্তব্য করুন