মৌলভীবাজার জেলা আইনশৃংখলা কমিটির সভা

January 8, 2017,

স্টাফ রিপোর্টার॥ জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে ৮ জানুয়ারী রোববার মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। সভায় পুলিশ সুপার মো. শাহজালাল সহ জেলার প্রশাসনিক উর্ধতন কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানগণ, রাজনীতিবিদ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এতে প্রধান অতিথির বক্তব্যে হুইপ মো. শাহাব উদ্দিন আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, অপরাধ প্রবণতা কমিয়ে আনতে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে হবে। মানুষের মধ্যে ধৈর্য্য ও ছাড় দেওয়া প্রবণতা গড়ে তোলা প্রয়োজন।
এ সময় তিনি জেলার, চুরি-ডাকতি সহ অন্যান্য অপরাধ প্রবণতা কমিয়ে আনতে আইনশৃংখলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com