উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

January 10, 2017,

স্টাফ রিপোর্টার॥“উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র” এই স্লোগান নিয়ে মৌলভীবাজারে উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বর্ণালী পাল-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। বিশেষ অতিথি হিসেবে মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, সাবেক মহিলা সাংসদ হুসনে আরা ওয়াহিদ, পৌর মেয়র ফজলুর রহমান প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খাঁন,স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ জাকারিয়া, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু প্রমূখ। আলোচনা শেষে শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ,পুরস্কার বিতরণসহ হিড এর আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com