মাতার কাপন গ্রামে আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
স্টাফ রিপোর্টার॥ সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাতার কাপন গ্রামে হাজী মোঃ আব্দুল হান্নানের বাড়িতে “গ্রাম ও আশ্রয়ণ প্রকল্প ভিত্তিক ১০ দিন মেয়াদি অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ” কার্যক্রম শুরু হয় ১লা জানুয়ারি ২০১৭ থেকে। এই ভিডিপি প্রশিক্ষণ কোর্সে ৩২ জন পুরুষ এবং ৩২ জন নারী অংশগ্রহন করেন। প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষনার্থীদের আনসার ভিডিপির কার্যক্রম সহ কৃষি, মৎস, স্বাস্থ্য এবং ব্যাংকিং কার্যক্রম সর্ম্পকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
১২ জানুয়ারি বৃহস্পতিবার প্রশিক্ষণ কার্যক্রমের সনদপত্র এবং সম্মানি ভাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জনাব ছয়েফ উদ্দিন আহমদ, আনসার ভিডিপি মৌলভীবাজার সদর উপজেলার ইন্সট্রাক্টর শিবলী রাণী সিন্হা এবং মোঃ জিল্লুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন দলনেতা-দলনেত্রি সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
প্রশিক্ষর্থীদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ আব্দুল ওয়াহিদ, মনি বেগম, তাহমিনা আক্তার রিপা, এনামুল হক। বক্তব্য রাখেন মোঃ আলহাজ্জ আবু সুফিয়ান, মোঃ খলিলুর রহমান সহ এলাকার আরো অনেকে।
প্রশিক্ষনার্থীগণ জঙ্গিবাদ দমনে সহায়তা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



মন্তব্য করুন