সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ৮০৮ বোতল অফিসার চয়েজ মদ, এসি ব্লাক মদ ৩৫ বোতল এবং ৮৮ বোতল বিভিন্ন প্রকার বিয়ার আটক

January 5, 2014,

বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান চালিয়ে ৮০৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ, ভারতীয় এসি ব্লাক মদ ৩৫ বোতল, ভারতীয় সুপার ষ্ট্রং বিয়ার, ৭২ বোতল এবং ১৬ বোতল ভারতীয় হাইওয়ার্ডস বিয়ার আটক করেছে। ৫ জানুয়ারি সিলেট এর ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কালাইরাগ বিওপির সদস্যগন পৃথক ২টি অভিযান পরিচালনা করে। কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম কালাইরাগ মাঠের মধ্যে ৩৩৫ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ এবং বরম সিদ্দিপুর মাঠের মধ্যে থেকে ৪৭৩ বোতল অফিসার চয়েজ মদ, ভারতীয় এসি ব্লাক মদ ৩৫ বোতল, ভারতীয় সুপার ষ্ট্রং বিয়ার ৭২ বোতল এবং ১৬ বোতল ভারতীয় হাইওয়ার্ডস বিয়ার আটক করতে সক্ষম হয়। পৃথক ২টি অভিযানে নেতৃত্ব প্রদান করেন নায়েক মোঃ হুমায়ন কবির এবং হাবিলদার মোঃ শফিউল ইসলাম। উল্লে¬খিত অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য ১২ লক্ষ ৮৬ হাজার ৫০০ টাকা। আটককৃত মদ স্থানীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।
বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান চালিয়ে ৮০৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ, ভারতীয় এসি ব্লাক মদ à§©à§« বোতল, ভারতীয় সুপার ষ্ট্রং বিয়ার, ৭২ বোতল এবং ১৬ বোতল ভারতীয় হাইওয়ার্ডস বিয়ার আটক করেছে। à§« জানুয়ারি সিলেট এর à§« বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কালাইরাগ বিওপির সদস্যগন পৃথক ২টি অভিযান পরিচালনা করে। কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম কালাইরাগ মাঠের মধ্যে à§©à§©à§« বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ এবং বরম সিদ্দিপুর মাঠের মধ্যে থেকে ৪৭৩ বোতল অফিসার চয়েজ মদ, ভারতীয় এসি ব্লাক মদ à§©à§« বোতল, ভারতীয় সুপার ষ্ট্রং বিয়ার ৭২ বোতল এবং ১৬ বোতল ভারতীয় হাইওয়ার্ডস বিয়ার আটক করতে সক্ষম হয়। পৃথক ২টি অভিযানে নেতৃত্ব প্রদান করেন নায়েক মোঃ হুমায়ন কবির এবং হাবিলদার মোঃ শফিউল ইসলাম। উল্লে¬খিত অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য ১২ লক্ষ ৮৬ হাজার ৫০০ টাকা। আটককৃত মদ স্থানীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে। à¦¬à¦¿à¦¶à§‡à¦· প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com