রাষ্ট্রীয় সফরে শ্রীলংঙ্কা যাচ্ছেন সৈয়দা সায়রা মহসিন এমপি

মাহবুবুর রহমান রাহেল॥ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে দলের প্রতিনিধি হয়ে শ্রীলংঙ্কা যাচ্ছেন প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর সহধর্মিণী সৈয়দা সায়রা মহসিন এমপি।
শ্রীলংকা পার্লামেন্টের আয়োজনে ৪-৬ অক্টোবর দুই দিন ব্যাপী কনফারেন্স অব দ্যা এসোসিয়েশন অব সার্ক স্পীকার’স এন্ড পার্লামেন্টস এর অনুষ্ঠানে বাংলাদেশের ১২ সদস্য দলের সাথে যোগদানের কথা রয়েছে।
সৈয়দা সায়রা মহসিন এমপির পিএস মোহাম্মদ আব্দুল কাদির পারভেজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ৩ অক্টোবর মঙ্গলবার শ্রীলংঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং সফরশেষে ৭ অক্টোবর শনিবার বাংলাদেশের উদ্দেশ্যে শ্রীলংঙ্কা ত্যাগ করবেন তাঁরা।
সংসদীয় প্রতিনিধি দলের অন্য সদ্যসরা হলেন, বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার এমপি, মুন্সিগঞ্জ ২ আসনের এমপি বেগম সাগুফতা ইয়াসমিন, বরিশাল-২ আসনের এমপি তালুকদার মোঃ ইউনুস, সিনিয়র সচিব- বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ড. মোহাম্মদ আব্দুর রব হাওলাদার, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ডেপুটি সার্জেন্ট এ্যাট আর্মস এম সাদরুল আহমেদ খান, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের( আইন শাখা-১) এর উপসচিব মোঃ নাজমুল হক, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গনসংযোগ) মোঃ তারিক মাহমুদ, জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির ব্যক্তিগত সহকারী কাজী মোঃ মফিজুর রহমান, জাতীয় সংসদ সচিবালয়ের ফটোগ্রাফার স্টীল আবুল আকতার হোসেন।
মন্তব্য করুন