কুলাউড়ায় সাংবাদিক সমিতির ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা

September 2, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত বৃহৎ সংগঠন বাংলাদেশ সাংবাদিক সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১ আগস্ট রবিবার রাত ৯টায় স্থানীয় একটি অভিজাত রেষ্টুরেন্টে এই অনুষ্টানের আয়োজন করা হয়। কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক পর্যায়ে মিলনমেলায় পরিণত হয়। একে অন্যের সাথে কুশল বিনিময় আর আড্ডায় জমে উঠেছিলো অনুষ্ঠানস্থল।

সাংবাদিক সমিতির সমিতির সহ সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সাংবাদিকতা পেশা অত্যন্ত চ্যালেঞ্জিং। একটি জনপদে লাখো মানুষের ভীড়ে একজন সংবাদকর্মী সৃষ্টি হয়। এটা বিধাতা প্রদত্ত এক আশীর্বাদ। অনেক সাধনা ও পরিশ্রমে একজন মানুষ প্রকৃত সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে।’

সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য শাাকির আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ ও ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসান, কুলাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, উপজেলা বিআরডিবিরি চেয়ারম্যান ফজলুল হক ফজলু, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য শফিউল আলম শফি, কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক, শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিপার আহমদ, সহকারী অধ্যাপক সিএম জয়নাল আবেদিন, অধ্যক্ষ আব্দুল কাদির, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হক সবুজ, জেলা সাংবাদিক ফোরামের সহ সভাপতি এম মছব্বির আলী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সাংবাদিক স্বপন কুমার দেব রতন,  কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আশিষ কুমার ধর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, প্রবাসী আফাজুর রহমান চৌধুরী ফাহাদ ও সিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংবাদিক সমিতির কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো ঃ আমির হোসেন, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল্লাহ আল রেনু, প্রবাসী খালেদ আহমদ, সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক সঞ্জয় দেবনাথ, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, ডেইলী স্টার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, সময়ের আলো’র জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটের সভাপতি বিশ্বজিৎ দাস, সাংবাদিক আব্দুল আহাদ, সংবাদ প্রতিদিন প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, সাংবাদিক এস আলম সুমন, পূর্বপশ্চিমের জেলা প্রতিনিধি এম এ কাইয়ুম, সাংবাদিক সুমন আহমদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে গণমাধ্যমে বিশেষ অবদান রাখায় প্রধান অতিথি সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীনকে সাংবাদিক সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সংবর্ধিত অতিথি প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল্লাহ আল রেনু, প্রবাসী খালেদ আহমদ, সিদ্দিকুর রহমান, আফাজুর রহমান চৌধুরী ফাহাদ এবং কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপির হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এছাড়াও কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের মাঝে সাইদুল হাসান সিপন সময়ের আলো’র জেলা প্রতিনিধি, শরীফ আহমদ সবুজ সিলেটের জেলা প্রতিনিধি, শাকির আহমদ দৈনিক জাগরণ এর কুলাউড়া প্রতিনিধি, মাহফুজ শাকিল কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি, সুমন আহমদ আজকালের খবরের কুলাউড়া প্রতিনিধির দায়িত্বপ্রাপ্ত হওয়ায় সাংবাদিক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com