নাবিলা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারে নাবিলা ফাউন্ডেশন এর পক্ষ থেকে মোট ৩৫ টি অসহায় দরিদ্র পরিবারের প্রতিবন্ধী সদস্যদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৯ আগস্ট বিকাল ৩টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা আজিজুর রহমান।
নাবিলা ফাউন্ডেশনের সদস্য আলহাজ্ব রেফুল মিয়া’র সভাপতিত্বে ও যুব সংগঠক সামাজিক ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী শামীম আহমদ এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ জেলা পরিষদের সদস্য মশিউর রহমান রিপন, মামুনুর রশীদ চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের – সাধারন সম্পাদক সালেহ এলাহি কুঠি, মানবকন্ঠের জেলা প্রতিনিধি বেলাল তালুকদার, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব সমাজসেবক বশির খান,আনোয়ার মিয়া ও আব্দুল খালিক।
হাফিয জুবায়ের আহমদ রাজু এর কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাবিলা ফাউন্ডেশন এর সমস্বয়কারী শামীম আহমদ, হুমায়ুন কবির, সোয়েব আহমদ, নানু মিয়া, সহীদ আহমদ, সিতার আহমদ, আব্দুল আলিম, তোফায়েল আহমদ, আরিফ আহমদ সহ আরো অনেকে। জানাযায়, নাবিলা ফাউন্ডেশন এর উদ্যোগে এর আগেও সেলাই মেশিন, রমজানে খাদ্য সামগ্রী বিতরণসহ আরো বিভিন্ন ভাবে দান ও অনুদান দিয়ে দারিদ্র মানুষের কল্যাণে এগিয়ে এসেছে।
মন্তব্য করুন