র্যাবের অভিযানে গ্রেফতার মাদক ব্যবসায়ী

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া থেকে ইয়াবা ও হুইস্কিসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন এএসপি মো. আব্দুল খালেক।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন মনোহরপুর গ্রামের মিল্টন দে এর বাড়ীর সামনে থেকে ৫০ পিস ইয়াবা, ১৬ বোতল ভারতীয় হুইস্কি, ১টি মোবাইলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা- রিংকু দে (৩৫), পিতা- মৃত নিখিল দে, সাং-মনোহরপুর, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার।
গ্রেফতারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
মন্তব্য করুন