কুলাউড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণের হাতে মাদক ব্যবসায়ি আটক

September 4, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা থেকে মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিন (৪০) কে  আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার ৪ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে শরিফপুর ইউনিয়নের কালাইয়ারচড় গ্রামে থেকে তাকে আটক করা হয়। গিয়াস উদ্দিন কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের কালাইয়ারচড় গ্রামের মৃত উদ্রিছ আলীর ছেলে।

মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরির্শক এমদাদুল্রাহ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে গোপন সংবাদের ভিতিত্তে শরিফপুর ইউনিয়নের কালাইয়ারচড় গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ি গিয়াস উদ্দিনের বতবাড়ি থেকে ৭৬ পিচ ইয়াবা ও ৩৫ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।

তিনি আরো জানান সে দীর্ঘ দিন যাবত জেলা ও বিভিন্ন উপজেলায় মাদক বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com