সদর উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

পলি রানী দেবনাথ॥ মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের সাথে সদর উপজেলার সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা বৃহষ্পতিবার ৫ সেপ্টেম্বর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন প্রমুখ।
এ সময় তিনি বলেন,এসডিজি অর্জনে সবাইকে একসাথে কাজ করতে হবে। ছাত্রীদের বিভিন্ন সমস্যার দিক চিন্তা করে স্কুল ভিত্তিক বিভিন্ন কর্মসূচি নিতে হবে বিশেষ করে ছাত্রীদের জন্য কমনরুম এবং আলাদা টয়লেট এর ব্যবস্থা করতে হবে। প্রাথমিক বিদ্যালয় গুলোতে মিড-ডে মিল চালুর ব্যবস্থার জন্য এলাকার গণ্যমান্য এবং ধনীব্যক্তিদের এগিয়ে আসার জন্য কাজ করতে হবে এবং ঝরে পড়া রোধ করতে হবে। প্রতিটি ইউনিয়ন পরিষদকে উদ্যোগতা তৈরীর জন্য বিশেষ লক্ষ্য নির্ধারন করা দরকার এবং সকল ইউনিয়নে একটি প্রাচীন নিদর্শনকে পর্যটন এলাকা হিসেবে তৈরী করতে হবে। এসময় তিনি আরো বলেন প্রথাগত কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং দূর্নীতির বিরোদ্ধে জিরো টলারেন্স থাকতে হবে। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন রহমান সহ সদর উপজেলার সকল কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন