ব্যাচ’৯৭র ‘ট্রিপ টু হাকালুকি’ সম্পন্ন

September 5, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া’র প্রাচীনতম বিদ্যাপীঠ নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় ৯৭’ ব্যাচ এর অন্যতম সদস্য যুক্তরাজ্য প্রবাসী হাবিব নওশাদ এর দেশে আগমন উপলক্ষে  ৩০ আগস্ট ‘ ট্রিপ টু হাকালুকি’ সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন ব্যাচের প্রধান সমন্বয়ক ফয়সল মিয়া,আব্দুল কাইয়ুম মিন্টু,জাহেদুল আলম ভুইঞা সুমন, সায়মন চৌধুরী,মাহবুব বকস,রাসেল খান, মোস্তফিজ, মহিউদ্দিন মান্না,আব্দুল আলীম, সাইদুজ্জামান রাসেল ও অপু। নৌভ্রমণ শেষে প্রবাসে বিশেষ অবদান রাখায় হাবিব নওশাদ কে ব্যাচ ৯৭’র পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com