বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ‘পুষ্পকানন’ নির্মাণ কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশব্যাপী আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গকৃত “পুষ্পকানন” নির্মাণ কর্মসূচি মৌলভীবাজারে পালিত হয়েছে।
৫ আগস্ট বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজে এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামনুর রশীদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাংস্কৃতিক কর্মী অপূর্ব কান্তি ধর, নাট্যকার খালেদ চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম.এমদাদুল হক মিন্টু, কালচারাল অফিসার জ্যোতি সিনহা, প্রশিক্ষকগণ এবং কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের ছাত্র ও শিক্ষকগণ।
আমন্ত্রিত অতিথি এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা গোলাপ, টগর, বেলী, রঙ্গন, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, স্টারকুইন, লাল ড্রসিনা, কদমসহ বিভিন্ন জাতের ১২০ টি ফুলের চারা স্কুল প্রাঙ্গণে রোপন করেন ।
মন্তব্য করুন