শহরে সিএনজি চালিত অটোরিকশা ও টমটমের আগের ভাড়াই বহাল

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরে সিএনজি চালিত অটোরিকশা ও টমটমের আগের ভাড়াই বহাল থাকবে।
চৌমোহনা থেকে কুসুমবাগ পর্যন্ত এম সাইফুর রহমান সড়কে (সেন্ট্রাল রোড) সিএনজি চালিত অটোরিকশা (সিএনজি) ও টমটমের আগের ভাড়া ৫ টাকার বেশি নেওয়া যাবেনা। একইভাব চৌমোহনা থেকে শমসেরনগর সড়কের ছড়ারপার পর্যন্ত আগের ভাড়া ৫ টাকা রাখতে হবে।
একইভাবে পৌর শহরের সকল রুটে আগের ভাড়াই রাখতে হবে। কোনোভোবে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবেনা।
বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘মৌলভীবাজার শহরের চৌমোহনা থেকে কুসুমবাগ, চৌমোহনা থেকে ছড়ারপার পর্যন্ত পৌর এলাকার সকল রুটে সিএনজি ও টমটমে পূর্বের বলবৎ রয়েছে। কোনো অবস্থায় অধিক ভাড়া নেওয়া যাবেনা।’
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি দুর্ঘটনা বেড়ে যাওয়ায় শহরে সিএনজি চালিত টমটম ও অটোরিকশায় সামনের চালকের আসনে যাত্রী পরিবহন করতে নিষেধ করে পুলিশ। শুধু পেছনের আসনে নিয়ম অনুযায়ী তিনজন নেওয়া যাবে। গত রোববার ১ সেপ্টেম্বর থেকে এ নিয়ম কার্যকর হয়।
এ নিয়ম চালুর পর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ওই দিন থেকে সব সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও টমটমের ভাড়া দ্বিগুণ করা হয়। চৌমোহনা থেকে কুসুমবাগ পর্যন্ত যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া হয় ১০ টাকা, যা আগে ছিলো ৫ টাকা।
এ নিয়ে বিপাকে পড়েন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তবে অতিরক্ত ভাড়া নেওয়ার পেছনে চালকদের অজুহাত- প্রশাসন তিনজনের বেশি যাত্রী বহন করতে নিষেধ করেছে।
এ নিয়ে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে পৌর মেয়র ফজলুর রহমানকে অবগত করেন। জনদাবির প্রেক্ষিতে মৌলভীবাজার পৌরসভারর পক্ষ থেকে জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে স্বস্তি প্রকাশ করেন সর্বস্তরের মানুষ।
এদিকে অবৈধভাবে ভাড়া বৃদ্ধি করায় রোববার শহরের চৌমোহনা ও কুসুমবাগ এলাকায় অভিযানে নামে জেলা প্রশাসন, পৌরসভা ও পুলিশের যৌথ টিম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কুসুমবাগ থেকে অবৈধভাবে অবস্থান করা সিএনজি চালিত টমটম ও অটোরিকশা সরিয়ে দেওয়া হয়।
অভিযানে অংশগ্রহণ করেন পৌর মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক ও সরোয়ার আলম,কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, জালাল আহমদ, মাসুদ আহমদ ও আয়াছ আহমদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
এ ব্যাপারে মেয়র ফজলুর রহমান বলেন, ‘মৌলভীবাজার শহরে একটি সু-শৃংখল ও সুপরিকল্পিত যান চলাচল ব্যবস্থা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নিয়ম মেনে সকল যানবাহনকে চলাচল করতে হবে।কুসুমবাগসহ গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ স্ট্যান্ড করা যাবেনা। নির্ধারিত স্থানে পার্কিং ও স্ট্যান্ড রাখতে হবে। আমরা যানজটমুক্ত,পরিচ্ছন্ন ও পরিকল্পিত শহর গড়তে চাই। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।’
মন্তব্য করুন