জাতীয় ছাত্র সমাজ কলেজ শাখার কর্মীসভা

September 7, 2019,

স্টাফ রিপোর্টার॥ ‘আসুন একসাথে দেশ গড়ি’ স্লোগান নিয়ে মৌলভীবাজারে কর্মীসভা করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ মৌলভীবাজার সরকারি কলেজ শাখা।

৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে শহরের রেস্ট ইন হোটেলের হলরুমে প্রায় অর্ধশত কর্মীদের নিয়ে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ছাত্র সমাজের সিলেট বিভাগীয় সমন্বয়ক ও মৌলভীবাজার জেলা সভাপতি মোহাম্মদ আবদাল হুসাইন। বিশেষ অতিথি ছিলেন-জেলার সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান সামি, সদর উপজেলা সভাপতি তারেক আহমদ সানি, পৌর সভাপতি আসাদুর রহমান ফাহিম। সভাপতিত্ব করেন আসাদুজ্জামান আসাদ।

সভায় বক্তারা বলেন- উন্নত বাংলাদেশ গড়তে হলে সবাইকে এক হতে হবে। সবার আগে ডিজিটাল বাংলাদেশ গড়ার চেয়ে আদর্শ বাংলাদেশ গড়তে হবে। সকল ছাত্র ঐক্যবদ্ধ তাকলে কোন অপশক্তি মাথা তুলতে পারবে না। তাই বক্তারা নতুন ঐক্য গড়তে জাতীয় ছাত্র সমাজে যোগ দেয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com