মৌলভীবাজারে ফুটব্রীজ নির্মানের দাবিতে শতাধিক মানুষের মানববন্ধন

September 7, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভা খেয়াঘাট মনু নদীর উপর ফুটব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে পশ্চিমবাজার খেয়াঘাট প্রাঙ্গনে সচেতন মৌলভীবাজার বাসী ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কমসূচি পালন করা হয়। আ স ম সালেহ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে মৌলভীবাজার শহরতলির চাঁদনীঘাট ও একাটুনা ইউনিয়নের শতাধিক লোকজন, ব্যবসায়ি ও স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
বক্তারা বলেন, শহরতলির দুটি ইউনিয়নের বারোটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ প্রতিদিন বাঁশের সাঁেকা ও নৌকা দিয়ে জেলা শহরে আসা-যাওয়া করে থাকেন। এখানের লোকজনদের দীর্ঘদিনের দাবি সমর্থন জানিয়ে পৌরসভা খেয়াঘাটে মনু নদীর উপর একটি ফুটব্রীজ নির্মানের দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com