মৌলভীবাজারে ফুটব্রীজ নির্মানের দাবিতে শতাধিক মানুষের মানববন্ধন
September 7, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভা খেয়াঘাট মনু নদীর উপর ফুটব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে পশ্চিমবাজার খেয়াঘাট প্রাঙ্গনে সচেতন মৌলভীবাজার বাসী ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কমসূচি পালন করা হয়। আ স ম সালেহ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে মৌলভীবাজার শহরতলির চাঁদনীঘাট ও একাটুনা ইউনিয়নের শতাধিক লোকজন, ব্যবসায়ি ও স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
বক্তারা বলেন, শহরতলির দুটি ইউনিয়নের বারোটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ প্রতিদিন বাঁশের সাঁেকা ও নৌকা দিয়ে জেলা শহরে আসা-যাওয়া করে থাকেন। এখানের লোকজনদের দীর্ঘদিনের দাবি সমর্থন জানিয়ে পৌরসভা খেয়াঘাটে মনু নদীর উপর একটি ফুটব্রীজ নির্মানের দাবি জানানো হয়।
মন্তব্য করুন