কুলাউড়ায় আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ে স্মরন সভা

এইচ ডি রুবেল॥ আমেরিকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সোহানের পরিবার ও স্কুল পরিচালনা কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় আসন থেকে সাবেক সংসদ সদস্য এডভোকেট নবাব আলী আব্বাস খান বলেছেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষার কোন বিকল্প নেই।আমাদের ভবিষৎ কমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী এক প্রত্যন্ত ধামুলী অঞ্চলে শিক্ষার আলো বঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত করা হয় আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়। আর অ্ঞ্চলের আর্দশ মান পিতা-মাতা তার নিজেড়ের সন্তানকে গড়ে তুলতে স্থাপিত বিদ্যালয়টি এ অঞ্চলে শিক্ষার প্রসার দিনদিন বৃদ্ধি করছে।এতে আলোকিত মানুষের মনের মনিকোটায় আহমদ জাহান সোহান চিরদিন বেঁচেথাকবে। এলাকার অভিভাবকরা যেমনি তাদের ছেলে-মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন করবেন, তেমনি সোহানের বাবা-মা ও তার পবিবারের সদস্যরা আলোকিত শিক্ষার্থীদের মাঝে সোহানের স্বপ্নের বাস্তবায়ন দেখতে পাবেন।
তিনি সোহানের রুহের মাগফেরাত কামনা করে এ প্রতিষ্টান থেকে শিক্ষার্থীরা মান-সম্মত শিক্ষায় আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতীর কল্যানে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কুলাউড়া উপজেলাধীন পৃথিমপাশা ইউনিয়নের ধামুলীতে আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ে ৬ সেপ্টেম্বর শুক্রবার আহমদহ জে সোহান এর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিকের পরিচালনায় অন্ঠুানে বিশেষ অতিথি ছিলেন পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান নবাব আলী বাকর খান, কর্মদা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিক, বিদ্যালয পরিচালনা কমিটির সভাপতি মোঃ মকবুলুর রহমান, এন. আর. বি কমার্শিয়াল ব্যাংক এর এসিস্ট্যান্ট অফিসার নায়েফ উদ্দিন, মোঃ এনাম উদ্দিন, ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মোঃ খালিক উদ্দিন, ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল বাসিত, ইউপি সদস্য মাসুদ রানা আব্বাস, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ জয়নাল আবেদীন প্রমুখ।
আলোচনার শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন গনকিয়া দাখিল মাদরাসার সম্মানিত সুপারিন্টেন্ডেন্ট আবু আয়ুব আনসারী।
উল্লেখ্য যুক্তরাষ্ট্রস্থ নিউইয়র্ক নিবাসী কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা জাহানারা বেগম লক্ষীর একমাত্র পুত্র আহমদ জাহান সোহান (১৮) যুক্তরাষ্ট্রে ২০১০সালের ৬ সেপ্টেম্বর এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেন।
আহমদ জাহান সোহান ছাত্র জীবনে প্রাথমিক অধ্যায় কুলাউড়া শহরের অংকুর কিন্ডার গার্টেন এন্ড চাইল্ড কেয়ার হোমস্’র মাধ্যমে শুরু। পরবর্তীতে রাবেয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুল বৃত্তি লাভ, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় ২০০৫ সালের ১৫ জুলাই সোহান মা,বাবা ও বোনের সাথে ইমিগ্রেন্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে
গমন করেন। সেখানে ২০০৫সালের সেপ্টেম্বর থেকে ২০০৬ সালের জুন পর্যন্ত নিউইয়র্ক ব্রঙ্কস’র মাইকেল এঞ্জেলিয় মিডিল স্কুলে এবং ২০০৬ সেপ্টেম্বর থেকে ২০১০ জুন সাল পর্যন্ত ব্রঙ্কস’র ইন্টারন্যাশনেল কমিউনিটি হাইস্কুলে অধ্যয়ন শেষে অত্যন্ত কৃতিত্ত্বপূর্ণ ফলাফল লাভ করে। ব্রঙ্কস কমিউনিটি কলেজে ভর্তি হয়ে কলেজ জীবনে দু’সপ্তাহের মধ্যেই ৬ সেপ্টেম্বর ২০১০ সাল এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহমদ জে.সোহান এ পৃথিবী থেকে চির বিদায় গ্রহন করে।
কৃতি ছাত্র আহমদ সোহানের মৃত্যুতে যুক্তরাষ্ট্রস্থ ইন্টারন্যাশনেল কমিউনিটি হাইস্কুল ” স্মরণ সভা, বিশেষ প্রাথর্না অনুষ্ঠান, স্কুলে স্মৃতি স্মারক স্থাপন ও ২০১১ সাল থেকে আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশিপ প্রবর্তন করে প্রতি বছর একজন ছাত্র/ছাত্রীকে এ স্কলারশিপ দেয়া হয়।
যুক্তরাষ্ট্রস্থ নিউইয়কে সোহানের পিতা সিরাজ উদ্দিন আহমদ সোহাগ ও মাতা জাহানারা বেগম লক্ষী তারা ছেলে আহমদ সোহানের জন্য দোয়া মাহফিল এর আয়োজন করেন পাশাপাশি বাংলাদেশে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলিতে তার নামে স্থাপিত আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ে তার স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে ।
মন্তব্য করুন