আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস পালিত

September 8, 2019,

স্টাফ রিপোর্টার॥  মৌলভীবাজারে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ সেপ্টেম্বর রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্য্যালয়ের সামনে থেকে র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে এসে শেষ হয়। সাইফুর অডিটোরিয়ামে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনএর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো: আজিজুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুনুর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আলম,মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান,উপানুষ্ঠানিক ব্যুরোর সহাকারী পরিচালক মোঃ আমিরুল কবীর,জেলা শিক্ষা কর্মকর্তা-এস.এম.আব্দুল ওয়াদুদ,সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ আহমদ চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com