শহীদ জিয়া অডিটোরিয়ামের নাম ফলক ভাঙ্গার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

September 8, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারী কলেজে শহীদ জিয়া অডিটোরিয়ামের নাম ফলক ভেঙ্গে ফেলার প্রতিবাদে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল। ৮ সেপ্টেম্বর রবিবার দূপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের পর সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মো: রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, রিপন আহমেদ আবিদ, সোহাগ আহমদ, জামাদুর রহমান পাপ্পন, ফয়ছল আহমদ মিলন, দুলাল আহমদ, জনি আহমদ,আল আমিন, মামনূন আহমদ, জাফর, শুভ, তুষার, সাজু, রাব্বি, জিহাদ ও বেলায়েত হোসেন প্রমুখ। বক্তারা বলেন ঐতিহ্যবাহী এই কলেজটিতে কলংক ও ন্যাক্কার জনক অধ্যায়ের যাত্রা শুরু করল ছাত্রলীগ। আমরা তাদের এই হীনমন্য ও ঘৃণিত কর্মের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। আমরা চাইব কলেজ প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে ভেঙ্গে দেওয়া নেইমপ্লেটটি যেন দ্রুত পুন:স্থাপন করেন। অন্যথায় কলেজ শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে তা অবশ্যই বাস্তবায়ন করব। উল্লেখ্য গত ২৯ আগষ্ট জেলা ছাত্রলীগের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ১৯৯৫-৯৬ সালে শহীদ জিয়া নামে স্থাপিত মৌলভীবাজার সরকারী কলেজের জিয়া অডিটোরিয়ামের নামফলকটি ভেঙ্গে ফেলে। এরপর ওই নাম ফলকের স্থলে মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম নাম দিয়ে ব্যানার টানায়। অবশ্য তাৎক্ষণিক টানানো ওই ব্যানারে নীচে লিখা ছিল বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখা। এরপর থেকে নানা কর্মসূচী পালন করছে জেলা বিএনপি ও ছাত্রদল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com