শিশুদের মৌসুমি প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেলা পর্যায়ে শিশুদের মৌসুমি প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাইফুর রহমান অডিটোরিয়ামে শনিবার ৭ সেপ্টেম্বর ৭টি উপজেলা থেকে ১৬৮ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবদুল খালিক, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, ইশিতা টেলিমিডিয়ার পরিচালক (প্রশাসন) খালেদ চৌধুরি, জেলা নাট্য পরিষদের সভাপতি আবদুল মতিন, জেলা স্কাউটসের সাবেক কমিশনার স.ব.ম দানিয়াল, রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদি হাসান প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিক।
দিনব্যাপী অনুষ্ঠানে দলীয় উপস্থিত বিতর্ক, দলীয় জ্ঞান-জিজ্ঞাসা, সমবেত দেশাত্মবোধক জারিগান, দলীয় লোকনৃত্য, দলীয় অভিনয় এবং দলীয় দেয়ালিকা; ৬টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয।
প্রতিটি ইভেন্টে ৪র্থ থেকে ১০ম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা ৪ জনের দল করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে জেলার ৭টি উপজেলা থেকে আগত ১৬৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এ সকল প্রতিযোগী ইতিপূর্বে ৪-৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছিল।
দেশাত্মবোধক জারিগানে শ্রীমঙ্গল উপজেলার শ্রেষ্ঠা শর্মা ও তার দল, জ্ঞান-জিজ্ঞাসায় মৌলভীবাজার সদর উপজেলার রাফাতুল আহবাব মাহদী ও তার দল, উপস্থিত বিতর্কে কমলগঞ্জ উপজেলার সুমাইয়া চৌধুরি ও তার দল, লোকনৃত্যে শ্রীমঙ্গল উপজেলার অনন্ত দূর্বা ও তার দল, দেয়ালিকায় মৌলভীবাজার সদর উপজেলার তানজিলা আহসান প্রমা ও তার দল এবং দলীয় অভিনয়ে কুলাউড়া উপজেলার তোফাজ্জল হোসেন ও তার দল ১ম স্থান অধিকার করেছে।
জেলা পর্যায়ে ১ম স্থান অধিকারী ৬টি দলের ২৪ জন শিশু ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সিলেট বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
মন্তব্য করুন