কুলাউড়ার শালীশ ব্যক্তিত্ব ক্বারী আব্দুল মান্নান আর নেই

September 10, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ার মনোহরপুর নির্বাসী আলহাজ্ব ক্কারী আব্দুল মান্নান (৮০) ৯ সেপ্টেম্বর সোমবার সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল¬াহি ওয়াইন্না ইলাইহিরাজিউন।  মৃত্যকালে স্ত্রী, দুই ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমের বড় ছেলে মুফতি আব্দুর রহমান ইংল্যান্ড  ভিত্তিক টিভি চ্যানেল ইকরা টিভি’র নিয়মিত আলোচক, ইশাতুল উলুম মাদ্রাসার শায়খুল হাদিস, ম্যানরপার্ক শাহজালালাল মসজিদের খতিব। ছোট ছেলে ইংল্যান্ড প্রবাসী আব্দুস সালাম।  ছোট মেয়ে চিকিৎসক (ডা নাজমা)  অন্যান্য মেয়েরা শিক্ষকতা পেশায় রয়েছেন।  মরহুম ক্বারী আব্দুল মান্নান কুলাউড়া কমলগঞ্জ ও রাজনগর এলাকায় বিভিন্ন বিচার-শালীশে নেতৃত্ব দিতে,  এছাড়া এলাকার মাদ্রাসা, মসজিদ, ঈদগাঁ,  প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয়ে কমিটিতে সভাপতি-সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বে ছিলেন।  তাঁর মৃত্যুতে এই এলাকার সাধারণ জনগন অভিভাবকহীন মনে করছে।

১০ সেপ্টেম্বর মঙ্গলবার মনোহরপুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করার কথা রয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com