সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও আলোচনা সভা
ইমাদ উদ দীন॥ সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ে ভুমি দাতা মরহুম সৈয়দ আব্দুল মালিক এর ২৯ তম ও মরহুমা সৈয়দা হামিদা খাতুন এর ১৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও শিরনি বিতরণের আয়োজন করা হয়।
সোমবার ৯ সেপ্টেম্বর দূপুরে মৌলভীবাজার শহরের ধরকাপন এলাকায় রুমেল কমিউনিটি সেন্টারে মিলাদ মাহফিল অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ আব্দুল কাহির সুহেলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, প্রেসক্লাবের সহ-সভাপতি, সাংবাদিক সমিতির জেলা সভাপতি ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ হুমায়েদ আলী শাহীন, উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুস সামাদ, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ তৌফিক আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক গোলাম মোস্তফা, ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ সেলিম হক, শিক্ষক আবুল কালাম, সৈয়দ নুমান আহমদ, হেলাল আহমদ রাজা, প্রধান শিক্ষক ফয়জুর রহমানসহ স্কুলের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।
আলোচনা সভার পর মিলাদ মাহফিল শেষে স্কুলের ভূমিদাতা সংশ্লিষ্টসকলসহ দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয় ও শিরণী বিতরণ করা হয়।
মন্তব্য করুন