কুলাউড়ায় বিয়ে বাড়িতে এসে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু

September 11, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় শশুর বাড়িতে জ্যেষ্ঠ শ্যালকের বিয়েতে এসে বিদ্যুৎস্পৃষ্টে রশীদ আলী (২৮) নামে এক দুবাই প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের ৬নং ওয়ার্ডের জয়পাশা গ্রামের সমেদ আলীর বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে। রশীদ উপজেলার কর্মধা ইউনিয়নের কর্মধা গ্রামের মকবুল আলী (মহরীর) পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে জ্যেষ্ঠ শ্যালকের (স্ত্রীর বড় ভাই) বিয়ে উপলক্ষে স্ত্রী আমেনা বেগমসহ দুবাই প্রবাসী রশীদ আলী নিজ বাড়ি থেকে শশুর বাড়িতে আসেন। শশুর বাড়িতে ফ্রিজ ও আসবাবপত্র স্থানান্তরে সবার সাথে সহযোগিতা করছিলেন রশীদ। এসময় স্থানান্তরিত ফ্রিজের সুইচ বোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তার শশুর ও বাড়ির লোকজন রশীদকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কুলাউড়া থানার এসআই মো. আবুল বাশার জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com