বাম গনতান্ত্রিক জোটের জনসভা

স্টাফ রিপোর্টার॥ বামপন্থীদের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার ও বাম বিকল্প গড়ে তোলার লক্ষে বামগণতান্ত্রিক জোটের আয়োজনে জনসভা অনুষ্টিত হয়েছে মৌলভীবাজারে বিভিন্ন দাবিতে সিপিবি-বাসদ-গনসংহতি আন্দোলন-বাসদ মার্কসবাদী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমন্বয়ে গড়ে উঠা জোট এ জনসভা করে।
১৩ সেপ্টেম্বর শুত্রুবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে বাম গনতান্ত্রিক জোট আয়োজিত জনসভায় বাসদ নেতা হাসান অনির্বাণ এর সঞ্চালনায় সিপিবি সভাপতি এ্যাড: মকবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্টিত হয় এ জনসভা।জনসভায় সিপিবি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহ আলম,বাসদ কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, বাসদ মার্কসবাদী নেতা উজ্জল রায়, বিপ্লবী ওয়ার্কাস পার্টি নেতা সাইফুল ইসলাম, গনসংহতি আন্দোলনের সদস্য হাসনা আক্তার বক্তৃতা করেন।বক্তারা বলেন–এই বাংলাদেশের জন্য ১৯৭১ সালে জনগন মুক্তিযুদ্ধ করেনি। মুক্তিযুদ্ধের মুল চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।
তারা বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরেও বর্জুয়া শাসক শ্রেনীর লুটপাট, জবাবদিহীতা, বিচারহীনতার সংস্কৃতি,বাক-ব্যক্তি স্বাধীনতাহরণ এবং হত্যা-গুম-ধর্ষন স্বাধীনতা যুদ্ধের সমস্ত অর্জনকে ধুলিসাৎ করেছে। আওয়ামী ফ্যাসিবাদী সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করতে গনতন্ত্র ও জনগনের ভোটাধিকারকে নির্বাসনে পাঠিয়েছে।
মন্তব্য করুন