ওয়ার্কার্স পার্টির জেলা শাখা পুনঃ ঘটন : সম্পাদক কমরেড তাপষ

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মৌলভীবাজার জেলা শাখা কমিটি পুনঃগটন করা হয়েছে। এতে কমরেড তাপষ কুমার ঘোষকে সম্পাদক করে ৭ সদস্যের কমিটি গঠিত হয়। শুক্রবার ১৩ সেপ্টেম্বর দুপুরে মৌলভীবাজার পৌর মিলনায়তনে এক সাধারণ সভায় এই কমিটি পুনঃগঠন করা হয়।
জেলা পার্টির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক কমরেড আব্দুল আহাদ মিনারের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য অধ্যাপক ড.সুশান্ত দাশ, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য কমরেড সিকান্দার আলী।
জেলা শাখা কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সৈয়দ আমিরুজ্জামান, কমরেড আফেরোজ আলী, সদস্য সিরাজুল ইসলাম বুলবুল, নজরুল ইসলাম ও একজনের নাম অপ্রকাশিত রাখা হয়।
এছাড়া জেলার শ্রীমঙ্গল উপজেলা, কমলগঞ্জ উপজেলা ও মৌলভীবাজার পৌর শাখা কমিটিও গঠন করা হয়।
মন্তব্য করুন