মৌলভীবাজারে মেডিকেল কলেজ ঘোষণার দাবি’ সংসদে উত্থাপন

স্টাফ রিপোর্টার॥ পর্যটন ও প্রবাসী জেলা সদর মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত এবং মেডিকেল কলেজ ঘোষণার দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ।
কার্যপ্রণালী ৭১ বিধি অনুসারে জরুরী জনগুরুত্বপুর্ণ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন নেছার আহমদ এমপি।
এ সময় তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা এবং জরুরী ভিত্তিতে পূর্ণাঙ্গ কিডনি সেন্টার এবং আইসিইউ এবং সিসিইউ ইউনিট চালুর দাবি জানান।
নেছার আহমদ বলেন, পর্যটন ও প্রবাসী জেলায় ২০ থেকে ২৫ লাখ মানুষের বসবাস। জেলার মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসার স্থল মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল। এই হাসপাতালে ক্যান্সার ও কিডনি রোগের চিকিৎসা দেওয়া যাচ্ছেনা। তবে ডায়ালাইসিস ইউনিট থাকায় ব্যাপক সংখ্যক মানুষ উপকৃত হচ্ছেন। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় কিডনি চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছেনা।
মন্তব্য করুন