মৌলভীবাজারে মেডিকেল কলেজ ঘোষণার দাবি’ সংসদে উত্থাপন

September 14, 2019,

স্টাফ রিপোর্টার॥  পর্যটন ও প্রবাসী জেলা সদর মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত এবং মেডিকেল কলেজ ঘোষণার দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ।

কার্যপ্রণালী ৭১ বিধি অনুসারে জরুরী জনগুরুত্বপুর্ণ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন নেছার আহমদ এমপি।

এ সময় তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা এবং জরুরী ভিত্তিতে পূর্ণাঙ্গ কিডনি সেন্টার এবং আইসিইউ এবং সিসিইউ ইউনিট চালুর দাবি জানান।

নেছার আহমদ বলেন, পর্যটন ও প্রবাসী জেলায় ২০ থেকে ২৫ লাখ মানুষের বসবাস। জেলার মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসার স্থল মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল। এই হাসপাতালে ক্যান্সার ও কিডনি রোগের চিকিৎসা দেওয়া যাচ্ছেনা। তবে ডায়ালাইসিস ইউনিট থাকায় ব্যাপক সংখ্যক মানুষ উপকৃত হচ্ছেন। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় কিডনি চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছেনা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com